ভিকির সিনেমায় মুগ্ধ ক্যাটরিনা

রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

বিনোদন ডেস্কঃ গত ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা অভিনীত ‘ছাবা’। সিনেমাটি শিবাজি সাওয়ান্তের মারাঠি উপন্যাস ‘ছাবা’ অবলম্বনে নির্মিত।অনেকেরই কৌতূহল ছিল— ক্যাটরিনার চোখে কেমন লাগলো স্বামী ভিকির অভিনয়?

প্রথম থেকেই ‘ছাবা’-কে সমর্থন করেছেন ক্যাটরিনা। কিছুদিন আগেই ছবির পোস্টার শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এবার সিনেমা দেখে নিজের প্রতিক্রিয়া জানালেন তিনি। শুধু ভিকির প্রশংসাতেই সীমাবদ্ধ থাকেননি, প্রশংসা করেছেন পুরো টিমেরও।

ক্যাটরিনা লিখেছেন, ‘এই সিনেমা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে আমাদের সামনে তুলে ধরে। ছত্রপতির চরিত্রটি যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, তা সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। পরিচালক লক্ষ্মণ উতেকর ইতিহাসের কঠিন অধ্যায়কে অত্যন্ত দক্ষতার সঙ্গে রূপ দিয়েছেন। সিনেমার শেষ ৪০ মিনিট আপনাকে বাকরুদ্ধ করে দেবে! আমি একবার দেখেছি, আবার দেখতে চাই।’

কিন্তু ভিকির অভিনয় কেমন লেগেছে ক্যাটরিনার? ইনস্টাগ্রামে স্বামীকে ট্যাগ করে অভিনেত্রী লিখেছেন, ‘তুমি যখন পর্দায় এসেছো, আমি মুগ্ধ হয়ে শুধুই তোমাকে দেখেছি। তোমার অভিনয় অসাধারণ! আমি তোমার প্রতিভা ও কাজ নিয়ে গর্বিত।’

এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, ‘ছাবা’ ক্যাটরিনার মন জয় করেছে, আর ভিকির পারফরম্যান্সে তিনি মুগ্ধ!