।। রিমি আক্তার ফিরিংগী ।।
প্রিয় মনের মানুষ যখন
খুব সহজেই ভুল বুঝে
জ্বলি, পুড়ি যন্ত্রণাতে
কারণটা পাইনা খুঁজে।
মনের মাঝে চেপে রাখে
মান, অভিমান, রাগ যত
মুখ খানা সে করে রাখে
আষাঢ়ে মেঘের মত।
অকারণ এই ভুল বুঝাটা
দেয় যে কত যন্ত্রণা
বোঝেনা কখনও সে তা
দেয়না একটু সান্তনা।
থাকে না সে নিজেও সুখে
থাকতে দেয় না অন্যকে
ভুল বুঝার যন্ত্রণার আগুন
পুড়িয়ে মারে দু’জনাকে ।
বুজতে চায় না সঙ্গীকে তার
শোনে না কোনও কথা
আবোল তাবোল কথা বলে
আচারন করে যা তা।
রাগ, অভিমান যায় তো মানা
সহ্য হয়না ভুল বুঝা
প্রেমের প্রতিদানে যেন
অকারণেই পাই সাজা ।।