ভেদাভেদ ভুলে ঐক্যের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে

শনিবার, জানুয়ারি ২৫, ২০২৫

জাতির সংবাদ ডটকম।।

জাতীয় স্মরণ মঞ্চ আয়োজিত “মহান স্বাধীনতার ঘোষক বীরউত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এড সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, “মাথা থেকে জেদ শরীর থেকে মেদ অন্তর থেকে ভেদাভেদ” পরিহার করে জাতীয়তাবাদীরা ঐক্য বদ্ধ থাকতে হবে।

 

২৫ জানুয়ারি শনিবার বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় স্মরণ মঞ্চ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে এসব কথা বলেন।

 

আলাল বলেন, আজকে বিএনপিকে নিয়ে অনেক কিছু বলেন, বিএনপির পুরাতন অনেক নেতাকর্মী অনেক সমালোচনা করেন জুলাই আন্দোলন নিয়ে। সমালোচনাকে আমরা স্বাগত জানাই। আমরা জানি যে বড় গাছে ফল বেশি সেই গাছে ঢিল দেওয়া হয় বেশি, বিএনপি বড় দল তাই আলোচনা সমালোচনা হবেই। জুলাই আন্দোলনে বিএনপির প্রায় পাঁচ শতাধিক নেতা কর্মী জীবন দিয়েছে। গত ১৬ বছরে হাজার হাজার নেতা কর্মী জীবন দিয়েছে, বিএনপির নেতা কর্মীরদের বিরুদ্ধে প্রায় ৬৬ হাজার মামলা চলমান, আমার নামে ৩৫৭ মামলা, জুলাই বিপ্লবকে ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্র হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয় কেন মারামারি করবেন।আপনারা যে হাজার হাজার লোক নিয়ে সভা করতেছেন এর খরচটা কে দিচ্ছে? মাথা থেকে জেদ, শরীর থেকে মেদ, অন্তর থেকে ভেদাভেদ ভুলে ঐক্যের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে।

 

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড আব্দুল লতিফ মাসুম বলেন, জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদ সৃষ্টি করেন। তিনি দেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করেন।

 

সংগঠনের সভাপতি প্রকৌশলী আ,হ,ম, মনিরুজ্জামান দেওয়ান মানিক এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় আরোও বক্তব্য রাখেন দ্যা ডেইলি নিউ নেশন এর সাবেক সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, ডিইউজে’র নির্বাহী সদস্য তালুকদার রুমি ও সাবেক নির্বাহী সদস্য এইচ এম আল-আমিন, জাতীয় স্মরণ মঞ্চের সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ তাজুল ইসলাম, শেখ মোহাম্মদ আনোয়ার প্রমুখ।

 

আলোচনা সভার শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফেরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সদস্য জিলানী আহমেদ।