
আব্দুল ওহাব:
ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ আমিনুল ইসলামকে নিজ বাড়িতে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে ভোলা সদর উপজেলা বাপ্তা ইউনিয়ন ০৯ নং ওয়ার্ড চরনোয়াবাদ এলকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার ঠিক আগে এলাকায় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। অন্ধকারের সুযোগে দুষ্কৃতিকারীরা তার বসতঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হঠাৎ এ হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। তবে কারা বা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন ভোলা সদর মডেল থানার কর্মকর্তারা।