খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫

 

জাতির সংবাদ ডটকম।। 

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদাজিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক) দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের সব ওয়ার্ডে ওয়ার্ডে দোয়া প্রার্থনা করেন।
দোয়া মাহফিলে স্থানীয় আলেমগণসহ আরও উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি মো: সাহাব উদ্দিন, জেলা যুবদলের সহসভাপতি মঈনুল ইসলাম মঞ্জু, সহসাধারণ সম্পাদক মাহমুদুর রহমান বাবর, ধর্ম বিষয়ক সম্পাদক সাজিব আহমেদ, মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, সাবেক সভাপতি নমর আলী, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি চান্দ আলী, যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন অনু, দক্ষিণ সুরমা যুবদল নেতা, রিপন আহমেদ, মিজান আহমেদ, ইউয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক রায়হান, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজির উদ্দিন, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান সোহেল, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সমর্থকবৃন্দ।