
মোঃ মোহন আলী : ডিএমপি কোতয়ালী থানাধীন জিন্দাবাহার পার্কের উত্তর পার্শ্বে বাবুবাজার ব্রীজের ঢালে পাকা রাস্তার উপর থেকে কোতয়ালী থানার মোবাইল সিসি নং-২০৪/২৫, তাং-১১/০২/২০২৫ খ্রি. মূলে এসআই (নিরস্ত্র)/ মোঃ আকতার হোসাইন (বিপি-৮৪১৩১৫৮৯৭৮) সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় দিবাকালীন কিলো-৩২ ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল হতে মাদক ব্যবসায়ী সমির রায়(৩৫)কে পিতা-মৃত সুকুমার রায়, মাতা-মৃত রেখা রানী রায়, সাং-ধনমতিখোলা, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা, বর্তমান ঠিকানা-আগানগর, (সঞ্জয় বর্মনের বাড়ী), থানা-দক্ষিন কেরানীগঞ্জ, জেলা-ঢাকাকে গ্রেফতার করে। এসময় তাহার হেফাজত হতে১৩ বার বোতল মদ, প্রতিটি বোতলে ইংরেজীতে Carews Imperial Whisky/ Carews Tsarina Vodka লেখা আছে, যাহার প্রতিটি বোতলে ৭৫০ মি.লি. করে (৭৫০x১৩)=৯,৭৫০মি.লি. (খ) ০৬ (ছয়) বোতল মদ, প্রতিটি বোতলে ইংরেজীতে Carews Orange Curacao/Carews Tsarina Vodka লেখা আছে, প্রতিটি বোতলে ৩৭৫ মি.লি. করে (৩৭৫x৬)=২,২৫০ মি.লি., সর্বমোট=(৯,৭৫০+২,২৫০)=১২,০০০ মি.লি. তথা সর্বমোট ১২ (বারো) লিটার মদ, যাহার বাজার মূল্য অনুমান ৪৮,০০০/-(আটচল্লিশ হাজার) টাকা উদ্ধার। ধৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।