আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পুলিশের ধাওয়া খেয়ে একটি বেপরোয়া গাড়ি মদের বারে ঢুকে পড়ে। এ সময় গাড়ির ধাক্কায় অন্তত ৪ জন নিহত হয়েছেন।
এছাড়া আহত হয়েছেন আরও ১৩ জন। শনিবার (৮ নভেম্বর) ভোরে ইয়বর সিটিতে এ ঘটনা ঘটে । ঘটনায় স্থানীয় পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।
সেনাবাহিনীতে দেশের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের নিয়ন্ত্রণের বিষয়টিতেও আলাদা করে জোর দেওয়া হয়েছে নতুন সংশোধন-প্রস্তাবে। তা পাশ হয়ে গেলে প্রধানমন্ত্রীর পরামর্শে প্রেসিডেন্ট স্থলসেনা, নৌসেনা এবং বিমান বাহিনীর প্রধানকে নিয়োগ করবেন। একইভাবে নিয়োগ করা হবে প্রতিরক্ষাবাহিনীর প্রধানকেও। সংবিধান সংশোধনের প্রস্তাবে কমান্ডার অব ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ড নামের আরও একটি পদ তৈরির কথা বলা হয়েছে। দেশের পরমাণু এবং কৌশলগত সম্পদে নজরদারি করবেন এই পদাধিকারী। তাকে সেনাপ্রধানের পরামর্শ অনুযায়ী নিয়োগ করবেন প্রধানমন্ত্রী নিজে। এছাড়া, ফিল্ড মার্শাল, মার্শাল অব দ্য এয়ার ফোর্স এবং অ্যাডমিরাল অব দ্য ফ্লিটের মতো সেনাবাহিনীর শীর্ষ পদে থাকা কর্মকর্তাদের জন্য বিশেষ মর্যাদার কথা বলা হচ্ছে প্রস্তাবে। তারা আজীবন সাংবিধানিক সুরক্ষা পাবেন।
পাকিস্তানের সংবিধান সংশোধনের প্রস্তাবে সেনাবাহিনীর নেতৃত্ব ছাড়াও একাধিক বিষয় রয়েছে। একটি সাংবিধানিক আদালত চালুর কথা ভাবছে সে দেশের সরকার। এছাড়া, বিচারপতিদের বদলি, প্রেসিডেন্সিয়াল অর্ডার নিয়েও একাধিক প্রস্তাব রয়েছে। শনিবার কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে পার্লামেন্টে। রবিবার সেনাবাহিনীর বিষয়টি আলোচনার টেবিলে আসতে পারে।
সূত্র: ডন নিউজ