মনোহরগঞ্জকে সন্ত্রাস মাদকমুক্ত উপজেলায় পরিণত করা হবে – মো.আবুল কালাম

শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

 

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা।।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (মনোহরগঞ্জ-লাকসাম) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক প্রাপ্ত প্রার্থী মো.আবুল কালামের সমর্থনে উঠান বৈঠক ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলার খিলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বান্দুয়াইন মাদরাসা মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক প্রাপ্ত প্রার্থী মো.আবুল কালাম।
এসময় তিনি বলেন-হাসিনামুক্ত বাংলাদেশ উপহার দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৮বছর নিরলস পরিশ্রম করে আসছিলেন। জুলাই গণঅভ্যুত্থান তারই একটি অংশ মাত্র।
তিনি বলেন-বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া আজ জীবন মৃত্যুর স্বন্ধ্যিক্ষনে রয়েছেন।আজকের সমাবেশে আগত সকল মা-বোনেরা এখান থেকে যাওয়ার পর সকল নামাজের পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করবেন। মহান আল্লাহ যেন আমাদের প্রিয় নেত্রীকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন।

তিনি বলেন -আওয়ামীলীগ গত ১৭ বছর অবৈধ ভাবে ক্ষমতায় থেকে মনোহরগঞ্জে উন্নয়নের নামে একটি দ্বীপে পরিণত করেছে। আপনাদের ভোটের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি  নির্বাচিত হতে পারলে এবং বিএনপি সরকার গঠন করলে সকল সেক্টরে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে স্বর্গীয় উপজেলায় পরিণত করা হবে।
আবুল কালাম বলেন -বিএনপি ক্ষমতায় আসলে সন্ত্রাস,মাদক ও জঙ্গিমুক্ত উন্নত বাংলাদেশ উপহার দিতে বদ্ধ পরিকর।  এজন্য আজ থেকে আগামী সংসদ নির্বাচনে বিজয় অর্জন পর্যন্ত সকলে মাঠে থেকে কাজ করতে হবে।
খিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুর আলম মজনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহসান হাবিব মজুমদারের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো.ইলিয়াস পাটোয়ারী।
বিশেষ অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি প্রফেসর আলী মর্তুজা, এস এম মুনসুর, কমান্ডার আবুল বাশার, জাফর ইকবাল বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, দপ্তর সম্পাদক  জি এম আহসান উল্লাহ, উপজেলা মহিলা দলের আহবায়ক রিনা বেগম, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাহারুল আলম মজুমদার প্রমুখ, ছাত্রদলের সাবেক সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু, যুবদল নেতা হাসান পাটোয়ারী, আরিফুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।