মনোহরগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা।।

কুমিল্লার মনোহরগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি নাসরিন, মনোহরগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তাহমিদ, মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটওয়ারী, উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা নুরুন্নবী, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু ইউসুফ, ইসলামি আন্দোলনের আমির মাওলানা নোমান, খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা আবদুস সালাম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোহরগন্জ উপজেলা শাখা সভাপতি মাওলানা আহমদুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক রফিকুল ইসলাম, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।