মনোহরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪

 

আবু ইউসুফ, মনোহরগঞ্জ কুমিল্লা।।

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ আবদুল মতিন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা ভূমি অফিসার মোসাঃ নাসরিন, মনোহরগঞ্জ থানার তদন্ত অফিসার মোঃ আনোয়ার হোসেন, স্বাগত বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাজী সেলিম জাহাঙ্গীর মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা টিএসও মোঃ আলফাজুর রহমান, যুব উন্নয়ন অফিসার মোঃ সফিকুল ইসলাম পাঠান, জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার মোঃ ফেরদৌস আলম মজুমদার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাসাম বিল্লাহ, প্রতিবন্ধী বিষয়ক অফিসার রাশেদ হোসেন, প্রফেসর ওমর ফারুক, মাওঃ ছিদ্দিকুর রহমান, খাদ্য অফিসার মোঃ ফরিদ উদ্দিন, এটিও মোঃ মাহফুজ মিয়া, সাংবাদিক আবুল খায়ের।