মনোহরগঞ্জে আন্তর্জাতিক হাত ধোয়া দিবস উদযাপন

বুধবার, অক্টোবর ১৫, ২০২৫

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা।।
“হাত ধোয়ার নায়ক হোন” স্লোগানে কুমিল্লার মনোহরগঞ্জে আন্তর্জাতিক হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বুধবার উপজেলার আলীনকিপুর স্কুল এন্ড কলেজ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি। আলীনকিপুর স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু ইউসুফ। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রতিবন্ধী অফিসার রাশেদুল ইসলামসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষসহ স্কুলের ছাত্রছাত্রীরা। আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র‍্যালি এবং কিভাবে হাত ধোয়ার মাধ্যমে হাতকে জীবাণু মুক্ত করা যায় সেই ৫টি ধাপ উপস্থিত সবাইকে শেখানো হয়। হাত ধোয়ার অনুষ্ঠান শেষে আলীনকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টাইফয়েড টিকাদানের কার্যক্রক পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি।