মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা।।
কুমিল্লার মনোহরগঞ্জে কওমি মাদরাসা সংগঠনের উদ্যোগে ইসলামি ওলামা মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে ওলামা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকিস্তান আহলে সুন্নাত ওয়াল জামাত নেতা আল্লামা গাজী আওরঙ্গজেব ফারুকী।
মনোহরগঞ্জ উপজেলা কওমী মাদরাসা সংগঠনের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহর সভাপতিত্বে সম্মেলনে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল্লামা মুফতি দেলোয়ার হোসেন, মুফতি সাখাওত হোসেন রাজী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা হোসাইন আহমেদ, মাওলানা শামসুল ইসলাম জিলানী, মুফতি আমজাদ হোসেন, মাওলানা গাজী ইয়াকুব ওসমানী, মুফতি জাবের কাসেমী, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা নুরুন্নবী, ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সেলিম মাহমুদ।
মাওলানা এমদাদ উল্লাহ ফরাজী এবং মাওলানা আবদুল কাদের সরসপুরীর সঞ্চালনায় সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মাওলানা সহিদ উল্লাহ, মাওলানা আহমদ উল্লাহ, মাওলানা মোজাম্মেল, মাওলানা বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক হাফেজ নিজাম উদ্দিন প্রমুখ।