
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি ।।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ইসলামী আন্দোলন বাংলাদেশের নবগঠিত কমিটির পরিচিতি সভা ওর শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের কাশিপুর মাদ্রাসা মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৯ নং ওয়ার্ডের সভাপতি মাওলানা হারুনুর রশিদের সভাপতিত্বে ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ৯ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক কারী আব্দুল বাকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সেলিম মাহমুদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য ডাক্তার আল হেলাল মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খিলা ইউনিয়ন সভাপতি মোহাম্মদ নেসার উদ্দিন সুমন, সহ সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক মনির হোসেন। পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক সালাউদ্দিন ভূঁইয়া, কৃষি শ্রম বিষয়ক সম্পাদক আবুল কালাম পাখি, ৯ নং ওয়ার্ড ইসলামী আন্দোলন নেতা মাওলানা আবুল কাশেম, হাফেজ নিজামউদ্দিন, সাফায়েত উল্লাহ, মাওলানা মোশারফ হোসেন সহ আরো অনেকে। নবগঠিত কমিটির সদস্যবৃন্দ প্রধান অতিথি কে ফুল দিয়ে জানান।অনুষ্ঠানে বক্তারা বলেন, এক স্বৈরাচার বিদায় হয়েছে, আর যেন কোন স্বৈরাচার সৃষ্টি হতে না পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাত পাকা মার্কায় ভোট দেওয়ার জন্য উদার্থ আহ্বান জানান ।