মনোহরগঞ্জে ওয়ামী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

শনিবার, নভেম্বর ৮, ২০২৫

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা।।

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ওয়ামী বৃত্তি পরীক্ষায় অংশ নিলো সাড়ে ৩ শতাধিক শিক্ষার্থী। শনিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত বৃত্তি পরিক্ষায় উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষার সামগ্রিক খোঁজ নিতে কেন্দ্র পরিদর্শনে আসেন পরীক্ষা কর্মকর্তা, কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক শাহানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ আবদুল মতিন, কেন্দ্র সুপার ফজলুল হক ও কেন্দ্র সচিব মাওলানা ফয়জুর রহমান।
পরীক্ষা কেন্দ্র গুলো পরিদর্শন শেষে প্রভাষক শাহানুর বলেন ওয়ামীর আয়োজনে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকৃত সকল শিক্ষার্থীদেরকে তিনি অভিনন্দন জানান। তিনি যোগ্য মানুষ তৈরির প্রয়োজনীয়তার উপর জোর দিয় বলেন- ওয়ামী সব সময়ে শিক্ষার্থীদেরকে মেধাবী রুপে গড়ে তুলতে বিভিন্ন ভাবে ভূমিকা রেখে আসছে। আজকের আয়োজন তারই একটি অংশ বিশেষ।