
জাতির সংবাদ ডটকম।।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নং ঝলম দক্ষিণ ইউনিয়নের (ভাটগাঁও) গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের সদস্যদের বিরুদ্ধে মারধর, জমি দখলের চেষ্টা এবং চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মোঃ কবির হোসেন (২৯), পিতা মোঃ সাদেক হোসেন, এক লিখিত অভিযোগে জানান বিবাদী সিরাজুল ইসলাম, ওমর ফারুক ও বাচ্চু মিয়াসহ আরও কয়েকজন প্রতিবেশী দীর্ঘদিন ধরে তাঁর ওয়ারিশ ও ক্রয়সূত্রে প্রাপ্ত সম্পত্তি জবরদখলের চেষ্টা করছে। অভিযোগ অনুযায়ী, তারা জোরপূর্বক কবির হোসেনকে তাঁর নিজস্ব জমিতে প্রবেশে বাধা দিচ্ছে এবং কয়েক দফায় কবির হোসেন ও তাঁর পিতামাতাকে মারধর এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেছে।
অভিযোগে আরও বলা হয়, বিবাদীরা ভাটগাঁও ও ঝলম মৌজার একাধিক দাগের প্রায় ২০ শতাংশ জমি জবরদখলের চেষ্টা চালাচ্ছে। এমনকি কবির হোসেনের বসতবাড়ির সামনে একমাত্র চলাচলের রাস্তা টিন দিয়ে ঘিরে চলাচলে বাধা সৃষ্টি করা হয়েছে। এতে তার পরিবারের দৈনন্দিন জীবনযাপন চরমভাবে ব্যাহত হচ্ছে।
ভুক্তভোগী কবির হোসেন আরও জানান, চাকরির সুবাদে তিনি দীর্ঘ সময় ঢাকায় অবস্থান করলেও তাঁর অনুপস্থিতিতে বিবাদীরা বারবার তাঁর বৃদ্ধ পিতা-মাতাকে হুমকি ও মারধর করে আসছে। ইতোমধ্যে বিষয়টি এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলেও স্থায়ী সমাধান না হওয়ায় তিনি মনোহরগঞ্জ আর্মি ক্যাম্পে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগপত্রের সাথে জমির খতিয়ান, নামজারি এবং মারধরের প্রমাণস্বরূপ ছবি সংযুক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
এ বিষয়ে এলাকাবাসী এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন এবং দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।