মনোহরগঞ্জে জুলাই শহীদ মনির স্মরণে বৃক্ষ রোপণ

শনিবার, জুলাই ১৯, ২০২৫

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা।
“জুলাই আন্দোলন”-এর শহীদ মনির হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৯ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভিন রুহির নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন,  মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু ইউসুফ। এছাড়াও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ছাত্র সমন্বয়করা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা বলেন, শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ সময়োপযোগী।
এ কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন শহীদদের স্মরণ করা হচ্ছে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষার বার্তাও পৌঁছে দেওয়া হচ্ছে জনসাধারণের মাঝে।
শহীদ মনির হোসেন উপজেলার বাইশগাঁও ইউনিয়নের তালতলা গ্রামের মমতাজুর রহমানের ছেলে। তিনি ঢাকা পপুলার হাসপাতালে ২২ জুলাই শহীদ হন।