
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা
“জুলাই আন্দোলন”-এর শহীদ মনির হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেছে মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৫ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভা শেষে বেলা সাড়ে ১১টায় শহিদ মনিরের কবরে ফুল এবং জিয়ারত শেষে জুলাই আন্দোলনে সকল শহিদদের মাগফিরাত এবং আহত সবার সুস্থতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভিন রুহির নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে, উপজেলা প্রকৌশলী শাহআলম, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু ইউসুফ। এছাড়াও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ছাত্র সমন্বয়করা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
শহীদ মনির হোসেন উপজেলার বাইশগাঁও ইউনিয়নের তালতলা গ্রামের মমতাজুর রহমানের ছেলে। তিনি ঢাকা পপুলার হাসপাতালে ২২ জুলাই শহীদ হন।