মনোহরগঞ্জে প্রাণী সম্পদ প্রদর্শনী উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

বুধবার, নভেম্বর ২৬, ২০২৫

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।।

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—পাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জাতীয় পাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী। বুধবার সকাল ১১টায় (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী এ প্রদর্শনীতে স্থানীয় খামারিরা প্রদর্শন করেন বিভিন্ন জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, উন্নত খাদ্য ও আধুনিক খামার প্রযুক্তি।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার, ডাক্তার মোঃ মহিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মুজিবুল হাসান চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার তাহমিনা, উপজেলা প্রকৌশলী শাহ আলম,
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় মেলায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আধুনিক দুগ্ধ উৎপাদন প্রযুক্তি, রোগ প্রতিরোধ কার্যক্রম, পুষ্টিসমৃদ্ধ খাদ্য এবং খামার ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন স্টল প্রদর্শনীতে অংশ নেয়।
ডা. মহিবুল্লাহ প্রদর্শনীতে অংশ নেওয়া খামারিদের কে অভিনন্দন জানিয়ে বলেন,
প্রাণিসম্পদ বিভাগ খামারিদের সঙ্গে থেকে যেকোনো প্রযুক্তিগত ও চিকিৎসাসেবা দিতে প্রস্তুত। সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি আধুনিক ও টেকসই প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে চাই।

আয়োজকরা জানান, স্থানীয় খামারিরা যেন আধুনিক ও লাভজনক পশুপালন প্রযুক্তি শিখে নিজেদের উৎপাদন বৃদ্ধি করতে পারেন—সে লক্ষ্যেই এই প্রদর্শনীর আয়োজন। এতে অংশগ্রহণকারীরা বিশেষজ্ঞদের কাছ থেকে হাতে–কলমে পরামর্শ গ্রহণ করেন। যা ভবিষ্যতে তাদের উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।