মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আবুল কালাম পিআর নির্বাচন চাইলে পাকিস্তান যেতে হবে

বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা।।

বৃক্ষ রোপণ, মৎস্য পোনা অবমুক্ত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে কুমিল্লার মনোহরগঞ্জে পালিত হয়েছে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটওয়ারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম। তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতেগড়া আমাদের প্রিয় দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের শপথ নিতে হবে দেশ ও জাতির সেবায় কাজ করার। তিনি বলেন আমাদের দল নিয়ে ষড়যন্ত্র চলছে, কোনো ষড়যন্ত্রে কাজ হবেনা। ফ্যাসিস্ট যেভাবে পালিয়েছে ষড়যন্ত্রকারীরাও পালাতে বাধ্য হবে এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে।
তিনি আরো বলেন-আওয়ামী লীগ ১৭ বছরে অবৈধ ভাবে ক্ষমতায় থেকে সকল ধরনের অন্যায় অপরাধ করেছিলো।তাদের ১৭বছরের দু:শাসনের ফলে আমাদের প্রিয় নেত্রীসহ সকল নেতাকর্মী কোন না কোন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। ইনশাআল্লাহ, বিএনপি ক্ষমতায় আসলে এগুলোর বিচার অবশ্যই হবে। এছাড়া নির্বাচন নিয়ে একটি দল ষড়যন্ত্র করছে, পিআর ছাড়া তারা নির্বাচন হতে দিবেনা, এটাও নির্বাচন বানচাল করার একটা ষড়যন্ত্র, যারা পিআর ছাড়া নির্বাচন হতে দেবেনা বলছে তাদেরকে পাকিস্তান পাঠিয়ে দেয়া হবে। তিনি বলেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের প্রস্তুত থাকতে হবে, আমাদের নেতা তারেক রহমান যে নির্দেশনা দেবেন, তা বাস্তবায়নে আমাদের প্রস্তুত থাকতে হবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান ভূইয়া দোলনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু। এসময় উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভার বিএনপির সভাপতি মজির আহমেদ, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক প্রফেসর আলী মর্তুজা, সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল বাশার কিরন, এসএম মনসুর, গিয়াসউদ্দিন সৈকত, বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাহার আলম মজুমদার, উপজেলা যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক মমিন খান, হাসান পাটোয়ারী, জসিম মেহেদী, ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেন বিল্লাল, সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদী। এছাড়া বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।