মনোহরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫

আবু ইউসুফ ।।

পতিত শেখ হাসিনা সরকারের ২০২৪ সালের ৭ই জানুয়ারী আমি-ডামি প্রহসনের নির্বাচনে জড়িতদের বিচারের দাবিতে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বিক্ষোভ মিছিলটি পুনরায় কলেজ মাঠে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোঃ শাহ সুলতান খোকন, সদস্য সচিব অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, সিনিয়র যুগ্ন-আহবায়ক প্রফেসর আলী মর্তুজা ভূঁইয়া, এস এম মুনসুর, মঞ্জুরুল আলম মজনু, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কাসেম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক আবদুল মুনাফ চেয়ারম্যান, মোহাম্মদ আলী চেয়ারম্যান, শ্রমিকদলের সভাপতি মোঃ সফিকুর রহমান (আক্কাছ), কৃষকদল সভাপতি মোঃ মোজাম্মেল মিয়া, ঝলম উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহ আলম মেম্বার, বাইশগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার হোসেন বাসেত, লক্ষনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল খায়ের, বিপুলাসর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মান্নান মাষ্টার, উত্তরহাওলা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম মিন্টু, নাথেরপেটুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজির মেম্বার, মৈশাতুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন, দক্ষিণ ঝলম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল খায়ের, খিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবিব মজুমদার, মৈশাতুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, বাইশগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, নাথেরপেটুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, যুবদলের আহবায়ক মোঃ রহমত উল্লাহ জিকু, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ বাহার আলম মজুমদার, যুবদল সদস্য সচিব মোঃ আমান উল্লাহ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন, যুবদল যুগ্ন-আহবায়ক কামরুজ্জামান, মোঃ বাহারুল আলম বাবর, উপজেলা স্বেচ্ছাসেবদল নেতা হুমায়ুন রশিদ লিপু, আব্দুর রহিম মিলন, খিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাফায়েত হোসেন সবুজসহ প্রমুখ।