মনোহরগঞ্জে বিনামূল্যে ঢেউটিন ও চেক বিতরণ

বুধবার, জুলাই ২৩, ২০২৫

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়/দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ড, কালবৈশাখী ঝড়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুঃস্থ অসহায় পরিবারকে মানবিক সহায়তা প্রদানের লক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে বিনা মূল্যে ঢেউটিন ও গৃহমঞ্জুরি বাবদ চেক বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহির সভাপতিত্বে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজের সার্বিক তত্বাবধানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৬টি অসহায় পরিবারের প্রতি পরিবারকে ২ বাণ্ডিল ঢেউটিন এবং ৬ হাজার টাকার চেক, একটি পরিবারকে ৩ বাণ্ডিল ঢেউটিন ও ৯ হাজার টাকার চেক মোট ৩৭টি পরিবারের মাঝে ৭৫ বান্ডিল এবং ২ লাখ ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু ইউসুফ, উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উপসহকারী প্রকৌশলী সুলতান মাহমুদসহ অন্যান্য কর্মকর্তারা। ঢেউটিন ও গৃহমঞ্জুরি বাবদ নগদ টাকার চেক পেয়ে উপস্থিত উপকার ভোগী পরিবারগুলোর মুখে হাসি ফুটে ওঠে এবং তারা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।