মনোহরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান ভূষ্মীভূত

শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

 

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

 

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার  লক্ষণপুর পশ্চিম বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার  (১৯ মার্চ) রাত আড়াইটায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

 

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে মনোহরগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সদস্যরা। এ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪টি ওয়ার্কশপ , ৩টি চায়ের দোকান,একটি মোবাইল দোকান , ১টি ফার্নচার দোকান,১টি ফার্মেসি ও ১ অটো পার্টসের দোকানসহ ১১টি দোকান ভষ্মীভূত হয়েছে।

আগুনে দোকানের মালিকরা জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ১১টি ব্যবসায়িক প্রতিষ্ঠান পুড়ে ছাই গেছে। যেখানে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আগুনে পুড়ে যাওয়া বিসমিল্লাহ ওয়ার্কশপের স্বত্বাধিকারী মো.হিরণ ভূঁইয়া জানান, আগুনে আমার সব শেষ হয়ে গেলো। আমার দোকানে প্রায় ১০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ সুলতান খোকন এসময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এছাড়া ঘটনাস্থল পরিদর্শনে যান কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রটারী অধ্যাপক ডক্টর এ কে এম সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকীর নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধিদল। এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হামিদুর রহমান সোহাগ, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুন্নবী, সেক্রেটারী ফয়েজুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মহিন উদ্দিন, লক্ষণপুর ইউনিয়ন আমির খায়রুল বাশার জাহান প্রমুখ।

ফায়ার সার্ভিস মনোহরগঞ্জ স্টেশনের লিডার মাসুম মিয়া বলেন -লক্ষণপুর পশ্চিম বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের ২ টিম ঘটনাস্থলে গিয়ে দেড় ঘন্টা চেস্টা চালিয়ে আগুন নিবাতে সক্ষম হয়েছি। তবে আগুন লাগার প্রাথমিক সুত্রপাত হিসাবে শর্ট সার্কিট হিসাবে ধারণা করা হচ্ছে।

 

মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলাম বলেন-অগ্নিকান্ডের খবর আমরা পেয়েছি। খোঁজ খবর রাখছি। সাধ্যমতে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার  চেষ্টা করা হচ্ছে।