
মনোহরগঞ্জ কুমিল্লা প্রতিনিধিঃ
মনোহরগঞ্জে আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বেলা ১১ ঘটিকার সময় মনোহরগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাসরিন, মনোহরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে, সাবেক উপজেলা চেয়ারম্যান ইলিয়াস পাটোয়ারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফজালুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাসিম বিল্লাহ,
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোমিনুর রহমান,
যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুর রহমান পাঠান, উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, সমাজসেবা কর্মকর্তা
তাহমিনা আক্তার, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ, উপজেলা নির্বাচন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিনিধি, ফায়ার সার্ভিস স্টেশন এর প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিগণ।