
মনোহরগঞ্জ কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার মনোহরগঞ্জে “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল” এই স্লোগানকে সামনে রেখে মাসব্যাপী অনুষ্ঠিত মাস্টার আবুল খায়ের স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১২ মার্চ মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মির্জাপুর স্পুটিং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ডা. শামীম একাদশ কেয়ারী।
মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ফোরামের সভাপতি মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এএফএম সোলাইমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন সাবেক সচিব ড. একেএম জাহাঙ্গীর। উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সোহাগের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন লাকসাম সুরক্ষা সিটির এমডি আসাদুজ্জামান ভুট্টো, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম মনসুর, মাসুদুল আলম বাচ্চু, পল্লী বিদ্যুতের সাবেক ডিরেক্টর আবদুল খালেক মোল্লা, উন্নয়ন ফোরামের সহ সভাপতি মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান, বাহারুল আলম বাবর, উন্নয়ন ফোরামের নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম মিজিসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। সভাপতি তার বক্তব্যে বলেন সুস্থ ধারার সংস্কৃতি ছড়িয়ে দিতে খেলাধুলার বিকল্প নেই। পাশাপাশি আমরা উপজেলার হতদরিদ্র জনগণের সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছি। আগামীতে মনোহরগঞ্জকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে আমরা নানা উদ্যোগ নিয়েছি যা শিগগিরই বাস্তবে রূপ নেবে ইনশাআল্লাহ।
খেলায় চ্যাম্পিয়ন দলকে প্রাইজমানী হিসাবে নগদ ৫০ হাজার, রানারআপ দলকে দেয়া হয় ৩০ হাজার টাকা।