মনোহরগঞ্জে মোবাইল কোর্টে মাদক কারবারিকে সাজা

সোমবার, জুলাই ২৮, ২০২৫

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা

কুমিল্লার মনোহরগঞ্জে অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে ৩ মাসের সাজা ও এক হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট।
জানা যায় সোমবার দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন মোবাইল কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবন ও সংরক্ষণের অপরাধে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মানরা গ্রামের মোঃ স্বপন (৩৭)কে আটক করে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১)(১৬) ধারা অনুযায়ী ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। আটক স্বপনের কাছ থেকে ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুমিল্লা “খ” সার্কেল সর্বাত্মক সহযোগিতা করেন। উপজেলা সহকারী কমিশনার ভূমি নাসরিন বলেন মাদকের ভয়াবহতা রুখতে এ অভিযান অব্যাহত থাকবে।