মনোহরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা সম্রাট সোহেল গ্রেপ্তার

বুধবার, আগস্ট ১৩, ২০২৫

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে ইয়াবা সম্রাট সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। ১২ আগস্ট দিবাগত রাতে উপজেলার নাথেরপেটুয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মনোহরগঞ্জ সেনা ক্যাম্পের টহলরত সেনাবাহিনী এবং মনোহরগঞ্জ থানার এসআই আরিফুজ্জামানের যৌথ টিম উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের নাথেরপেটুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবাসহ বিনয়ঘর গ্রামের মোঃ ইউনুসের ছেলে মাদক সম্রাট সজল মাহমুদ সোহেল (৩০) কে আটক করে সেনাবাহিনী। পরে সেনাবাহিনী সোহেলকে মনোহরগঞ্জ থানায় সোপর্দ করে।

এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, “গ্রেপ্তারকৃত সোহেলের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় সোহেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। সোহেল প্রভাবশালী রাজনৈতিক দলের সদস্য হওয়ায় তার বিরুদ্ধে কথা বলার সাহস কে করেনি। তার গ্রেপ্তারে এলাকার অনেকে স্বস্তি প্রকাশ করে সোহেলের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।