
মনোহরগঞ্জ কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার গোয়ালিয়ারা রশিদপুর তিন কিলোমিটার রাস্তা সংষ্কারের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। মঙ্গলবার সকালে মনোহরগঞ্জ লাকসাম সড়কের পাশে গোয়ালিয়ারা রাস্তার মাথায় শতশত গ্রামবাসী গোয়ালিয়ারা রশিদপুর রাস্তা সংষ্কারের দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। মানববন্ধনে বক্তারা বলেন, রাস্তাটি এখানকার মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। তারা বলেন তিন বছর আগে রাস্তাটি টেন্ডারের মাধ্যমে কাজ শুরু হলেও বক্স কাটার পর কন্টাক্টর কাজ বন্ধ করে দেয়। শুরু হয় জন ভোগান্তি, সামান্য বৃষ্টি হলেই সড়কটি পরিণত হত নদীতে। কন্টাক্টর রাস্তাটির কাজ শেষ না করায় চরম দুর্ভোগে পড়ে রাস্তায় চলাচলকারী যানবাহনসহ যাত্রী সাধারণ। এছাড়া সামান্য বৃষ্টি হলেই পিচ্চিল কাদায় বিপাকে পড়ে বিভিন্ন স্কুল কলেজ মাদরাসাগামী ছাত্রছাত্রীরা। তাই রাস্তাটি দ্রুত সংষ্কার করার দাবি জানান ভুক্তভোগী সাধারণ মানুষ। মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা অহিদুর রহমান, মাসুম বিল্লাহ, জাহাঙ্গীর আলম মিজি, মোঃ মমিন খান, নেয়ামত উল্লাহ, ইসমাইল মুন্সি, মোঃ কাঞ্চন, সাবেক মেম্বার হাফেজ আহমেদ, মোস্তাফিজুর রহমান মাসুদসহ ভুক্তভোগী সাধারণ মানুষ।
রাস্তার কন্টাক্টর আলমকে মোবাইলে ফোন করলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।