মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা।।
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো কুমিল্লার মনোহরগঞ্জে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে দিবসের কর্মসূচি শুরু হয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার তানভীর আহমেদ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার নাসিরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রাসরণ অফিসার মজিবুল আহসান মজুমদার, উপজেলা মুক্তিযোদ্ধা সমবায় সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, সমবায় হলো জনগণের অংশগ্রহণভিত্তিক একটি অর্থনৈতিক আন্দোলন, যা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বক্তারা সমবায় আন্দোলনকে আরও বেগবান করতে সকলকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।