মনোহরগঞ্জে শিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শুক্রবার, জুলাই ২৫, ২০২৫

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
চলতি বছর এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধবনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মনোহরগঞ্জ উপজেলা শাখা।

শুক্রবার সকালে উপজেলার তানজিমুল মিল্লাত মাদরাসা হলরুমে অনুষ্ঠিত সংবর্ধবনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ৯ লাকসাম মনোহরগঞ্জ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. একেএম সারওয়ার উদ্দিন সিদ্দিকী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলার শিবির সভাপতি মহিউদ্দিন রনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাকসাম পৌরসভা জামায়াতের আমির ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জয়নাল আবেদীন পাটোয়ারী, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ ফয়জুর রহমান, বিশিষ্ট চিকিৎসক ডা. কাউসার হামিদ, মনোহরগঞ্জ উপজেলা যুব বিভাগের সভাপতি মু মহিউদ্দিন, শিবিরের জেলা প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন শিবিরের মনোহরগঞ্জ উপজেলা পূর্ব শাখার সভাপতি রবিউল ইসলাম ও পশ্চিম শাখার সভাপতি মোঃ মির হোসেন।