মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত

রবিবার, আগস্ট ১৭, ২০২৫

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা।। 

কুমিল্লার মনোহরগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকাল ৩টায় সংগঠনটির উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক আব্দুস সালাম।
এসময় তিনি বলেন -পৃথিবী আবারো ইসলামী খেলাফতের দিকে ধাবিত হচ্ছে। আগামীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে আপনাকে সাথে নিয়ে অথবা আপনাকে ছাড়াই। এটা কেউ ঠেকাতে পারবে না, ইনশাআল্লাহ। এখন সিদ্ধান্ত আপনার; আপনি ইসলামের সাথে থাকবেন কি থাকবেন না। আর এক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবেন শ্রমিকরা।
তিনি বলেন আগামী দিনে ইসলামকে বিজয়ী করার জন্য সকল শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্রে শ্রমিকরা আর যাবে না, ইনশাআল্লাহ! ইসলামী রাষ্ট্র কায়েম হলেই শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ও সম্মান পাবে।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি মুহাম্মদ খায়রুল ইসলাম, ঢাকা মহানগরী দক্ষিণের অর্থ সম্পাদক ডা:আজগর আলী, কুমিল্লা মহানগরীর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সেলিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরগঞ্জ উপজেলার আমির হাফেজ মাওলানা নুরুন্নবী, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক ডা:শাহাব উদ্দিন হায়দার, দপ্তর সম্পাদক ইকবাল হাসান মাহমুদ প্রমুখ।
শ্রমিক কল্যাণ ফেডারেশন মনোহরগঞ্জ উপজেলা সভাপতি মোহাম্মদ উল্যাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির কুমিল্লা জেলা দক্ষিণ, মনোহরগঞ্জ উপজেলা ও ১১ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে মনোহরগঞ্জ উপজেলা সিএনজি শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি মোহাম্মদ উল্যাহ,সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।

রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসাবে মো.জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোবারক হোসেন টিপু।দোকান কর্মচারী ট্রেড ইউনিয়নের সভাপতি পদে আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক হিসাবে রবিউল ইসলাম রুবেল। নির্মাণ শ্রমিক ট্রেডের সভাপতি ইকবাল হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক পদে শহিদুল ইসলাম লাদেন কে দায়িত্ব দেওয়া হয়।