
মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
চলাচলের পথে বাঁশের বেড়া দিয়ে দুটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের ডাবুরিয়া গ্রামে। বুধবার সরেজমিন গিয়ে দেখা যায় ডাবুরিয়া গ্রামের আবদুল মোতালেব ও তার ভাই আবদুল আউয়ালের চলাচলের একমাত্র পথ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে একই বাড়ির মৃত সাফায়ত উল্লাহর স্ত্রী ও তার ছেলে আবদুল কুদ্দুস। পথে বেড়া দেয়ার ফলে প্রায় দুই সপ্তাহ বাড়ি থেকে বের হতে পারছেনা এই দুটি পরিবার। যার ফলে ছেলে মেয়েদের স্কুল মাদরাসায়ও যাওয়া বন্ধ হয়ে গেছে। আবদুল আউয়াল জানান দীর্ঘ ৫০ বছর ধরে এপথ দিয়ে আমরা চলাচল করে আসছি। মহিলাদের মাঝে সামান্য কথা কাটাকাটি হলেই ওনারা আমাদের পথ বন্ধ করে দেন। গত দুই সপ্তাহ ধরে আমাদের দুই পরিবার অবরুদ্ধ, আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছেনা। তিনি বলেন গ্রামবাসীকে জানিয়ে কোনো লাভ হয়নি, কেউ তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পায়না। আমরা আমাদের চলাচলের পথটি খুলে দেয়ার জন্য প্রশাসনের সহযোগিতা চাই।
এ ব্যাপারে অভিযুক্ত আবদুল কুদ্দুস ও তার মায়ের সাথে কথা বলতে চাইলে তার কথা বলতে রাজি হননি।