মনোহরগঞ্জ প্রেসক্লাবের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বুধবার, আগস্ট ১৩, ২০২৫

 

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা

সাফল্য ও অগ্রযাত্রার দুই দশক পূর্তি উপলক্ষে মনোহরগঞ্জ প্রেসক্লাবের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

১৩ আগস্ট ২০২৫, বুধবার বিকাল ৫টায় প্রেসক্লাব চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আবু ইউসুফ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি ও দৈনিক দিনকাল-এর প্রতিনিধি জিএম আহসান উল্ল্যাহ, দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি আব্দুল গোফরান, প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক লাকসাম-এর প্রতিনিধি অহিদুর রহমান, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হায়দার, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, সদস্য তৌহিদুল ইসলাম সবুজ, জাতীয় অর্থনীতি পত্রিকার বিশেষ প্রতিনিধি মো. সহিদুল ইসলাম, গণ মুক্তি পত্রিকার প্রতিনিধি আব্দুল ওহাব মিলন, আজকের বসুন্ধরা পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ আব্দুল কাইয়ুম, সদস্য মঞ্জুরুর রহিম, আবদুল ওহাব, সকালের শিরোনাম-এর প্রতিনিধি আবুল খায়ের, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি শাহাদাত হোসেন, দৈনিক কুমিল্লার ডাক-এর স্ট্যাফ রিপোর্টার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, যামানা টিভির প্রতিনিধি ও কুমিল্লার ডাক-এর মনোহরগঞ্জ প্রতিনিধি ইমরান হোসেন, দেশ বার্তা ২৪-এর সম্পাদক জাহাঙ্গীর আলম, আবদুল আজিজ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা প্রেসক্লাবের দুই দশকের সফল পথচলার প্রশংসা করেন এবং গণমাধ্যমের উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। প্রধান অতিথি ইউএনও গাজালা পারভীন রুহী বলেন, “সাংবাদিকরা জাতির দর্পণ। নিরপেক্ষ ও তথ্যনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে তারা সমাজ পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে।”
অনুষ্ঠান শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।