দিলীপ কুমার দাস( প্রধান সংবাদাতা) ময়মনসিংহ বিভাগ।
গৌরীপুর উপজেলা জাতিয় মহিলা শ্রমিকলীগলীগের সভাপতি তাছলিমা ইয়াসমিন কলির বড় মেয়ে জামালপুর জেলায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থী সুস্মিতা তাহসীন সৈলী গত ২০ মার্চ থেকে অদ্য ২৮ মার্চ পর্যন্ত দীর্ঘ আটদিন ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসায় পূর্বের চেয়ে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
এ ব্যাপারে গৌরীপুর উপজেলা জাতিয় মহিলা শ্রমিকলীগের সভাপতি তাসলিমা ইয়াসমিন কলি বলেন, হঠাৎ তার মেয়ে অসুস্থ হওয়ায় গত ১৯ মার্চ গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সুস্মিতা তাহসীন শৈলীকে ভর্তি রাখার পর তার শারীরিক অবস্থার অবন্নতি হলে পরের দিন অর্থাৎ ২০ মার্চ সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১০ নং ওয়ার্ডের ৮ নং বেডে তার মেয়েকে চিকিৎসার জন্য ভর্তি রাখা হয়। তিনি বলেন, সন্তানের ব্যথা মা`ই বেশি উপলব্ধি করেন। যে, মা দশমাস দশদিন সন্তানকে গর্ভে ধারণ করেন সেই মা, তার সন্তানের জন্য সব জ্বালা যন্ত্রণাই সহ্য করতে পারেন। দশদিন হাসপাতালে মেয়ের জন্য পড়ে থাকলে কোন দুঃখ নেই তার। তার মেয়ের অসুস্থতায় শত কর্ম ব্যস্ততার মাঝেও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা সুস্মিতা তাহসীন শৈলীর দ্রুত আরোগ্য লাভের জন্য গৌরীপুরের কৃতি সন্তান বিশিষ্ট চিকিৎসক
ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সম্মানিত উপদেষ্টা ডাঃ মতিউর রহমান স্যার মুল্যবান সময় নষ্ট করে প্রতিদিনই তার মেয়ের খোঁজ খবর নেওয়া সহ হাসপাতালে কর্মরত চিকিৎসকবৃন্দ ও নার্সদের সঠিক দিকনির্দেশনা দিয়ে মানবতা এক দৃষ্টান্ত স্থাপন করলেন। আল্লাহ তা,য়ালার অশেষ রহমতে এবং উনার উসিলায় তিনি তার মেয়েকে ফিরে পেয়েছেন। এ জন্য তিনি আজীবন কৃতজ্ঞ থাকবেন।