ময়মনসিংহের মুক্তাগাছায় শেখ মুজিবুরের ম্যুরাল ভাঙচুর 

শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫

এএইচএম মাজহারুল আজাদ বুলবুল, য়মনসিংহ প্রতিনিধি।।

 

ময়মনসিংহের মুক্তাগাছায় কলেজ রোড এলাকায় সাবরেজিস্টার অফিস সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর শুরু করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। শুক্রবার ৭ ফেব্রুয়ারি বিকেল ৫ টার দিকে হাতুড়ি-শাবল নিয়ে ম্যুরাল ভাঙচুর শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের জেলা কমিটির খাইরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুক্তাগাছা শাখার সোহেল,সুইট,নূর মোহাম্মদ ও মাসুমসহ মুক্তাগাছা উপজেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলা কমিটির সদস্য খাইরুল ইসলাম বলেন, ‘পতিত স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালানোর পরও আবার ভিডিও বার্তার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। এ অপতৎপরতা দেশের ছাত্র-জনতা মেনে নেবে না। তারই প্রতীক স্বরূপ ধানমন্ডির-৩২ নম্বরের মতো ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সাবরেজিস্টার অফিস সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের এই স্বৈরাচারের স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবুরের মোরাল ভেঙে ফেলে ছাত্র-জনতা।’ তাছাড়া তিনি আরো বলেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, এই ধরনের মোরাল সমর্থন করে না। সাধারণ মানুষের পকেটের টাকা অপচয় করে এই মোরাল তৈরি করা হয়েছে। মুক্তাগাছার সাধারণ মানুষ এই মোরাল আর দেখতে চায় না।

অপরদিকে শেখ হাসিনার ভিডিও বার্তার খবর শুনে মুক্তাগাছা শহরে সাধারণ মানুষের মুখে বিরূপ সমালোচনা শোনা গেছে, সাধারণ মানুষ বলছে ,”পতিতর স্বৈরাচার খুনি হাসিনা ভারতে বসে থেকে দেশের ভিতরে থাকা তার রেখে যাওয়া দোসরদের সাথে ষড়যন্ত্র করে এই দেশটাকে আবার অশান্ত করে তোলার চেষ্টা করছে। এদেশে যেখানে স্বৈরাচারের শেখর এখনো রয়েছে সবগুলো উপড়ে ফেলতে হবে। প্রয়োজনে প্রত্যেক ইউনিয়ন থেকে স্বৈরাচারের সকল আস্তানা যেগুলো এখনো রয়েছে সবগুলো বিলীন করে দিতে হবে।মুক্তাগাছার কোন সরকারি অফিস শেখ মুজিবের ছবি থাকতে পারবেনা। অন্যথায় এদের বিশৃঙ্খলা থেকে সাধারণ মানুষ মুক্তি পাবে না। পতিত স্বৈরাচারের দোসররা এদেশের গণ দুশমনে পরিণত হয়েছে। পতিত স্বৈরাচারের দালালরা এখনো গোপনে সুসংগঠিত হতে চেষ্টা করছে এরা ইউনিয়নে গ্রামগঞ্জে হাটবাজারে চায়ের দোকানে বসে ষড়যন্ত্র করছে। এদেরকে চিহ্নিত করে মোরালের মত বিলীন করা হবে মুক্তাগাছা থেকে। যাদের ছত্রছায়ায় এখনো স্বৈরাচারের দালালরা ঘুরে বেড়াচ্ছে মুক্তাগাছা আর আনাচে-কানাচে এদেরকে ধরে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এরপরে মুক্তাগাছা অন্যান্য মুরাল গুলো ভাঙ্গার জন্য এক্সক্লাবেটর চালানো হবে।