ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক সুজাউদ্দিন

মঙ্গলবার, মে ২০, ২০২৫

 

জাতির সংবাদ ডটকম।।

জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ উত্তর জেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।

 

এতে নুরুজ্জামান সোহেলকে সভাপতি ও একেএম সুজাউদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

 

বৃহস্পতিবার জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা দেয়া হয়।

 

১১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি -নাইমুর আরেফিন পাপন, সহসভাপতি- মাসুদুর রহমান মাসুদ, মো. মাসুদ আলম, নাদিম সারোয়ার টিটু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- মোস্তফা মনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক- সাইফুজ্জামান সরকার শাওন, রাসেল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক- শরীফুল আলম রুবেল, সহ সাংগঠনিক- সম্পাদক সাদ্দাম হোসেন তালুকদার।

 

নবগঠিত ময়মনসিংহ উত্তর জেলা শাখা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল কমিটি ঘোষণার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।