
জামালপুর প্রতিনিধি।।
জামালপুরের মাদারগঞ্জে কৃষকের গোয়াল ঘরে আগুন দিয়ে গবাদি পশু পুড়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে ৩০ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বাগলেরগড় এলাকায়।
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এমন কান্ড ঘটানোর কথা বলেছেন ভূক্তভোগি চটকু মিয়া (৬০)। ন্যাক্কার জনক ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ তুলেছেন একই গ্রামের প্রতিপক্ষ মামরুল মিয়া (৩৫) গংদের বিরুদ্ধে।
কৃষক চটকু মিয়া এবং তার স্ত্রী মর্জিনা বেগম ((৪০) জানান-মধ্যরাতে আমার ঘরের পাশ দিয়ে দৌড়ে লোকজনের পায়ের শব্দে ঘুম ভাঙ্গে। ঘর থেকে বের হয়েই দেখি আমার গোয়াল ঘরে আগুন। আগুনে তিনটি গরু একটি ছাগল পুড়ে যায়। আরেকটি ছাগল এবং হাঁস-মুরগি ভস্মিভূত হয়। খবর পেয়ে রাতেই ফায়ার সার্ভিস এবং আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।
প্রতিবেশি শাহ আলম (৪৫) এবং আনন্দ মিয়া (১৮) জানান-আগুনের লেলিহান দেখে আমরা ঘর থেকে বের হয়ে দেখি মামরুল (৩৫), রফিকুল ইসলাম (৪২) কে নাহিদ ইসলাম (১৯)কে দৌড়ে যেতে দেখিছি।
এ ব্যাপারে প্রতিবেশি মামরুল ইসলামকে বাড়িতে পাওয়া যায়নি। অভিযুক্ত রফিকুল ইসলাম (৪২) জানান-ওদের অভিযোগ সত্য নয়। ঘটনার সময় আমি শ্বশুরবাড়িতে ছিলাম।
মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান-রাতেই অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছি।