মাদারগঞ্জে গণমুক্তির মিছিলে হামলা

বুধবার, নভেম্বর ২২, ২০২৩

 

 

 

আবুল কাশেম জামালপুরঃ- 

 

জামালপুরের মাদারগঞ্জে গণমুক্তি ইউনিয়নের মিছিলে হামলার অভিযোগ ওঠেছে। ২১ নভেম্বর দুপুরের দিকে মাদারগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ঘটনাটি ঘটে। নির্বাচনী তপশীল ঘোষণার প্রতিবাদে মিছিলটি উপজেলা পরিষদে পৌঁছলে আ’লীগের কর্মী-সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ করেছেন-গণমুক্তি ইউনিয়নের কেন্দ্রীয় নেতা শিবলুল বারী রাজু।

তিনি বলেন-নির্বাচনী তপশীল ঘোষণার বিরুদ্ধে বেলা ১১টার দিকে গাবেরগাঁও চৌরাস্তা মোড় থেকে আমাদের মিছিল বের হয়। আমরা মাদারগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে যাবার সাথেই আওয়ামী লীগের লোকজন আমাদের উপর নগ্ন হামলা চালায়। এতে ৫/৬ জন কর্মী আহত হয়েছে। এইেত শেষনয়, আমাদের ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং মাদারগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলাল জানান-ওই সময় আমি অফিসে ছিলাম না। এ ধরণের হট্রগোলের কথা আমি বলতেও পারছি না।

এ ব্যাপারে মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহবুবুল হক জানান-পরিস্থিতি শান্ত করতে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠাই। নিরাপত্ত্বার প্রশ্নে তিন জনকে থানায় আনা হয়। পরে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।#

ক্যাপশন: জামালপুরের মাদারগঞ্জে ২১ নভেম্বর নির্বাচনী তপশীল বিরোধী মিছিল বের করে গণমুক্তি ইউনিয়ন।