মাধবপুরে ইউপি চেয়ারম্যান এর পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের মানববন্ধন 

বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

ত্রিপুরারী দেবনাথ তিপু, হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত ইউপি চেয়ারম্যান এর পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

 

 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে মনতলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

 

মানববন্ধনে অংশগ্রন কারীদের সাথে বিভিন্ন উপজেলার সমন্বয়কদের উপস্থিত দেখতে পাওয়া যায়। তাদের দাবি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীক নিয়ে ৩ নং বহরা ইউনিয়ন থেকে নির্বাচিত চেয়ারম্যান মো: আলাউদ্দিন কে স্বপদে বহাল রাখতে হবে।

 

এসময় বক্তব্য রাখেন, মনতলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি রাসেল মিয়া, টিপু মিয়া, ইউপি সদস্য মো:শাহাআলম, মো: শাহজাহান প্রমূখ। উল্লেখ্য বিভিন্ন দূর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে গত ২২ অক্টোবর বহরা ইউনিয়ন পরিষদের দশজন সদস্য চেয়ারম্যান মো: আলাউদ্দিন এর বিরুদ্ধে অনাস্থা দিয়ে হবিগঞ্জ জেলা প্রশাসকের বরাবর লিখিত অভিযোগ প্রদান করেন। এই অভিযোগটির বর্তমানে তদন্ত চলছে।

 

জানতে চাইলে চেয়ারম্যান মো: আলাউদ্দিন বলেন, প্রতিহিংসার জেরে আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রমান পেয়েই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর তরুনরা আমার পক্ষ্যে অবস্থান নেয়।

 

ত্রিপুরারী দেবনাথ তিপু, হবিগঞ্জ প্রতিনিধি

মোবাইল :০১৭৪৬-০৩২৪৭০