মাধবপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে পদত্যাগের দাবিতে ইউপি সদস্যদের মানববন্ধন

বুধবার, অক্টোবর ২৩, ২০২৪

ত্রিপুরারী দেবনাথ তিপু, হবিগঞ্জ প্রতিনিধি

 

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৩ নং বহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আলাউদ্দিনের পদত্যাগের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

 

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে বহরা ইউনিয়নের মনতলা বাজারে সর্বস্তরের জনগণের ব্যানারে ঘন্টাব্যাপী চেয়ারম্যানের পদত্যাগের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়নে ১ নং ওয়ার্ডের এনামুল হক ফয়সল, ২ নং ওয়ার্ডের মোশাররফ হোসেন ৩ নং ওয়ার্ডের আরমান মিয়া, ৬ নং ওয়ার্ডের আব্দুল মান্নন, ৮ নং ওয়ার্ডের আবুল বাশার ৯ নং ওয়ার্ডের ফরিদ মিয়া এবং ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য আছমা বেগম প্রমূখ।

বক্তারা বলেন,চেয়ারম্যান আলাউদ্দিন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়।এলাকায় আধিপত্য বিস্তার করে আসিতেছে। এবং অবৈধভাবে ইউনিয়ন পরিষদের বিভিন্ন অর্থ আত্মসাৎ করে আসতেছে পরিষদের সদস্য ও সদস্যদের কোনোরূপ মূল্যায়ন না করিয়া সবাইকে পাশ খাটিয়ে সুবিধা ভোগ করে বিভিন্ন অর্থ আত্মসাৎ করে নেয়। আমরা প্রতিবাদ করলে দলীয় প্রভাব খাটিয়ে মারাত্মক উগ্র আচরণের সাথে অকথ্য ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন প্রকার হুমকি দমকি প্রদান করেন।গতকাল সোমবার তারা এই মর্মে জেলা প্রশাসক হবিগঞ্জ বরাবর চেয়ারম্যানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন ও করেন বলে বক্তব্য রাখেন।

 

এছাড়াও ইউপি সদস্যরা বলেন, সরকারি সকল প্রকল্পের টাকা তিনি লুটপাট করে নিয়েছে। পরিষদকে তিনি পারিবারিক কার্যালয়ে পরিণত করেছেন। পরিষদের হোল্ডিং ট্যাক্স এর টাকা গাছ বিক্রির টাকা পুকুরের মাছ বিক্রি গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টি আর এর কমিশন বাণিজ্য, ইউনিয়ন পরিষদের স্থাবর অস্থাবর সম্পত্তি হইতে ভুয়া প্রকল্প দেখিয়ে ১ পারসেন্ট আত্মসাৎ এমনকি পরিষদের সদস্যগণের কাছ থেকে যেকোনো উন্নয়নমূলক প্রকল্পের ৫০ পারসেন্ট চাঁদা দিতে হয় বলে বক্তব্য রাখেন। এতোদিন ক্ষমতাসীন দলের প্রভাব বিস্তার করায় এলাকার সাধারণ মানুষ তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পায়নি।

 

মাধবপুর উপজেলার বহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আলাউদ্দিন চেয়ারম্যান বলেন, এগুলো ভুয়া মিথ্যা বানোয়াট। রাজনৈতিক প্রেক্ষাপট বদলের কারণে ব্যক্তিগত আক্রোশ থেকে আমার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। কোন দুর্নীতি বা অনিয়মের সঙ্গে আমি জড়িত না।