মাধবপুর থেকে পলাতক আসামী ডাকাত আলামিন গ্রেফতার 

সোমবার, মার্চ ৩, ২০২৫

জাতির সংবাদ ডটকম।।

হবিগঞ্জের মাধবপুরে পলাতক আসামী ডাকাত আলামিন কে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত সোমবার (৩ মার্চ) সোয়া ৫ টার দিকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানান।

 

রবিবার(২মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কাউছারনগর এলাকা থেকে অভিযান চালিয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ২৬ জানুয়ারি২০২৫ তারিখের রুজু কৃত (৩১ নং) ডাকাতি মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী ডাকাত আলামিনকে গ্রেফতার করেছে র‌্যাব।

 

 

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও ডাকাত চক্রদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব -৯ গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল।