মাধবপুরে ফারুক হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বুধবার, মে ২৮, ২০২৫

 

ত্রিপুরারী দেবনাথ তিপু, হবিগঞ্জ ।।

হবিগঞ্জের মাধবপুরের দক্ষিণ আফজলপুর হাজীবাড়ির মো: ফারুক মিয়ার হত্যাকারীদের ফাঁসি এবং পলাতক আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

 

 

বুধবার (২৮ মে) বেলা ১১ টার দিকে মাধবপুরের মবতলা কলেজ রোডে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

 

এসময় বক্তব্য রাখেন, মামলার বাদী নিহত ফারুক মিয়ার ছেলে মো: আতিকুল ইসলাম এবং স্ত্রী মোছা: খুশনেহার বেগম, অধ্যাপক হাশিম, অপরুপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তনের প্রধান শিক্ষক মুজিবুর রহমান বাহার মিয়া, বহরা ইউনিয়ন পরিষদের মেম্বার ফরিদ মিয়া, সাবেক মেম্বার মো: লাল মিয়া এবং বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো: রিপন মিয়া, মো: জামাল মিয়া প্রমূখ। বক্তারা বলেন অবিলম্বে ফারুক হত্যার আসামীদের দ্রুত গ্রেপ্তার এবং ফাঁসির দাবী জানান তারা।

 

 

বক্তারা আরও বলেন,  ২৪ ঘন্টার মধ্যে ফারুক হত্যার রহস্য উদঘাটন সহ হত্যার সঙ্গে জড়িত দুই অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ গ্রেপ্তার করেছে। এই ঘটনায় নিহতের পরিবার এবং এলাকাবাসী পুলিশের কার্যক্রমকে প্রশংসা করেছেন এবং সেই সাথে পলাতক আসামীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়েছেন।

 

 

এছাড়াও বক্তারা জানান হত্যার প্রধান আসামী মনতলা রেল স্টেশন এলাকার মাহবুব হুজুরের ছেলে রাফিকে দ্রুত গ্রেপ্তারের দাবী তোলেন এলাকাবাসী।

 

 

বক্তারা বলেন, ‘মাফিয়া বেগমকে তার স্বামী মেহেদী হাসান পরিবাবের সদস্যদের সহযোগিতায় পরিকল্পিতভাবে হত্যা করেছে।

 

 

ফারুক মিয়ার বোন জামাই মো: জামাল মিয়া জানান, গত মঙ্গলবার ১৩ মে সন্ধ্যা ৭ টার দিকে ফারুকের মোবাইলে ফোন আসলে সে বের হয়ে যায়, তারপর থেকে সে নিখোঁজ হয় ও শুক্রবার ২৩ মে সকাল ১০ টার দিকে লাশের খবর পাওয়া যায়, পুলিশ ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে শনিবার ২৪ মে গ্রেপ্তারত দুই জনকে  বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।