হবিগঞ্জ জেলা প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় এক হৃদয়বিদারক ঘটনার সৃষ্টি হয়েছে। বাড়ি থেকে তুলে নিয়ে সন্দেহভাজন আসামি হিসেবে কারাগারে পাঠানোর ২১ দিনের মাথায় ব্যবসায়ী দুলালের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২০ ডিসেম্বর রাতের দিকে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামাল ও এসআই নাজমুলের নেতৃত্বে একদল পুলিশ দুলালের বাড়িতে অভিযান চালায়। এ সময় কোনো মামলার এজাহারভুক্ত আসামি বা আদালতের গ্রেফতারি পরোয়ানা ছাড়াই দুলালকে জোরপূর্বক তার বসতঘর থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ ওঠে। পুলিশের এ অভিযানে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিহতের ছেলে পারভেজ জানান, হঠাৎ করে বাড়ি থেকে তুলে নেওয়ার ঘটনায় তার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরদিন ২১ ডিসেম্বর মাধবপুর থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও ভাঙচুরের মামলা (মামলা নং-৩০) তে দুলালকে সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে চালান দেওয়া হয়।
পরবর্তীতে দুলালের শারীরিক অবস্থার অবনতি হলে চলতি ২ জানুয়ারি থেকে তাকে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে তার মৃত্যু হয়।
হবিগঞ্জ জেলা কারা সুপার মো. মুজিবুর রহমান দুলালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। দুলালের স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।