মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

 

 

ত্রিপুরারী দেবনাথ তিপু, হবিগঞ্জ প্রতিনিধি 

হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক সম্রাট আকবর (৬২) ও সোহেল মিয়া (৩০) কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ।

 

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১০ টায় হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর পৌরসভার পশ্চিম মাধবপুর এলাকায় মাদক সম্রাট আলী আকবর এর বাড়িতে অভিযান চালিয়ে ৪শত পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করেন। পরে আলী আকবর এর স্বীকারোক্তি অনুযায়ী একই এলাকায় তার সহযোগী সোহেল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা সহ সোহেল মিয়াকে গ্রেফতার করেন। আলী আকবর মাধবপুর পৌরসভার পশ্চিম মাধবপুর এলাকার মৃত দেলোয়ার মিয়ার পুত্র ও সোহেল মিয়া একই এলাকার হোসেন আলীর পুত্র। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ এর সহকারী পরিচালক সায়েদুল হাসান সত্যতা নিশ্চিত করে জানান, আলী আকবর তালিকাভুক্ত মাদক ব্যাবসায়ী, তার বিরুদ্ধে অসংখ্য মাদক মামলা আছে। ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক মাধবপুর থানায় হস্তান্তর প্রকৃয়াধীন রয়েছে।