মামুনুর রশীদ বিশ্ব নাট্য দিবস সম্মাননায় ভূষিত

মঙ্গলবার, মার্চ ২৮, ২০২৩

আসলাম ইকবালঃ

থিয়েটার অঙ্গনে নানা আয়োজনের মাধ্যমে এবার উদযাপন করা হয় ‘বিশ্ব নাট্য দিবস’। ২৭ শে মার্চ বাংলাদেশে পালিত হয় এই বিশ্ব নাট্য দিবস। আয়োজনে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, আইটি আই বাংলাদেশ কেন্দ্র, বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও পথ নাটক পরিষদ। নাট্যাঙ্গনে বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ বছর বিশ্বনাট্য দিবস সন্মাননা পেয়েছেন অভিনেতা, নাট্যনির্দেশক ও নাট্যকার মামুনুর রশীদ। সারা বিশ্বের সব নাট্যকর্মী ও শিল্পীদের মধ্যে সৌর্হাদ্য স্থাপন ও নাটকের শক্তিকে নতুন করে আবিস্কার করার লক্ষ্যে ২৭ মার্চ শিল্পকলা একাডেমীতে নাট্যকর্মীদের মিলনমেলা, র‌্যালী ও সম্মাননার আয়োজন করা হয়। বিকেল ৫টায় নাট্যশালা থেকে চারুকলা ভবন পর্যন্ত আনন্দ শোভাযাত্রার মাধ্যমে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। মূল মিলনায়তনে ৭টায় হয় আলোচনা সভা, নাট্যদিবসের আন্তর্জাতিক বানী পাঠ করেন লিয়াকত আলী রাকী। প্রতি বছর আই টি আইর একজন বিশিষ্ট জনকে বাণী দেওয়ার আমন্ত্রন জানানো হয়। এ বছর মিশরীয় অভিনেত্রী সামিহা আইয়ুব বাণী দেন। এবার নাট্যশালায় মামুনুর রশীদসহ গত তিন বছরে সম্মাননাপ্রাপ্ত শিল্পীদের সম্মাননায় ভূষিত করা হয়। ২০২২সালে মান্নান হীরা (মরনোত্তর) ২০২১ সালে লিলি চৌধুরী (মরনোত্তর) এবং ২০২০ মিলন চৌধুরী ও পরেশ আর্চায্য পান। করোনার কারনে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়নি। রাত ৮টায় শিল্পকলা একাডেমীর শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। ১৯৬১ সালের জুনে ভিয়েনায় অনুষ্ঠিত ইন্টাঃ থিয়েটার ইনস্ট্রিটিউটের (আইটিআই) এর নবম কংগ্রেসে বিশ্বনাট্য দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। ছবি সংগ্রহঃ মোস্তাফিজ মিন্টু।