 
                                                
পাইকগাছা প্রতিনিধিঃ
মালয়েশিয়ায় উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীদের জন্য মেলাতে এসেই ভর্তির সুযোগ ও বিশেষ বৃত্তিসহ নানা সুযোগ সুবিধা নিয়ে আজ খুলনার হোটেল ক্যাসেল সালামে অনুষ্ঠিত হবে শিক্ষা মেলা ২০২৫। সমাপনী মেলা ১ নভেম্বর, শনিবার, বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম মিলনায়তন,
কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এই প্রথম বাংলাদেশে জেলা শহরের বাইরে ঐতিহাসিক জনপদ কপিলমুনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষা মেলা।
মালয়েশিয়ার বিশ্বস্ত ও অনুমোদিত “ফর ইউ এডুকেশন” নামের ছাত্র কাউন্সিলিং সংস্থা ও ইউনিটার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মালয়েশিয়ার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মেলায়
২০২৬ সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় একটি লাইভ রাফেল ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় গাড়ি,,মোটরসাইকেলসহ নানা পুরস্কার। ১ নভেম্বর অনুষ্ঠিত মেলা চলবে সকাল ১০ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত। উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ গ্রহণে মেলায় রয়েছে সরাসরি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে আলোচনা আলোচনা করার সুযোগ। অনস্পট ভর্তি, বিশেষ স্কলারশিপ, ভিসা প্রসেসিং, মেডিকেল ও আবাসন সুবিধাসহ স্বল্প খরচে মালয়েশিয়াতে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ গ্রহণে আহ্বান জানিয়েছেন মেলা কর্তৃপক্ষ।
 
              