মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

 

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

আজ (৬ ডিসেম্বর) শনিবার দুপুর ১২ ঘটিকায় আয়োজক দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানা কর্তৃক আদর্শ ব্রাদার্স ভান্ডারের ১৩৯৫০ কেজি অর্থাৎ ৭৫ ড্রাম পাম তেল আত্মসাৎ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ, আদর্শ গ্রুপের চেয়ারম্যান মোঃ সাদিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার এর সিনিয়র সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।আপনারা সকলে অবগত আছেন আদর্শ ব্রাদার্স ভান্ডার দীর্ঘ দিন যাবৎ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার এলাকায় সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছে।
যাহার ট্রেড লাইসেন্স নং- ২৪২৫০৩৩০১৩২০ এবং টিন নাম্বার ৭৩৭৪৫৬৪০৬০৫১। আদর্শ ব্রাদার্স ভান্ডার, ব্রাদার্স ফ্লাওয়ার মিল, ব্রাদার্স অটো রাইস মিল, পপুলার পোল্ট্রি এন্ড ফিস ফিডস লিঃ, আদর্শ চিকস লিঃ, আদর্শ ফুড বেভারেজ এন্ড কনজুমার কোং লিঃ, আদর্শ এগ্রোভেট লিঃ, ফাহাদ এগ্রো ফার্ম ও অন্যান্য প্রতিষ্ঠান নিয়ে গ্রুপ অব কোম্পানিতে রুপান্তরীত হয়েছে। যার ফলে চাঁপাইনবাবগঞ্জ জেলার অনেক বেকার যুবকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। ব্রাদার্স অটো রাইস মিলের নিজেস্ব পরিবহন ট্রাকে গত ইং ২১/১১/২০২৫ তারিখে বিকাল ৫.০০ ঘটিকার সময় রূপগঞ্জ নারায়নগঞ্জ হইতে ১৩৯৫০ কেজি (৭৫ ড্রাম) পাম ওয়েল তেল যাহার মূল্য ২৩,২১,২৫০/- (তেইশ লক্ষ একুশ হাজার দুইশত পথঞ্চাশ) টাকা নিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠান চাপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়। তৎপর হইতে ট্রাকের অবস্থান বুঝিতে না পেরে কর্মচারী মোঃ মাইদুল ইসলামকে দিয়ে গত ইং ২২/১১/২০২৫ তারিখে অনুমান সকাল ১০.৩০ ঘটিকার সময় ৯৯৯ নম্বরে কল করে জানা যায় যে, ট্রাকটি ক্রয়কৃত ১৩৯৫০ কেজি (৭৫ ড্রাম) পাম ওয়েল তেল সহ রায়গঞ্জ থানা পুলিশ আটক করেছে। পরবর্তীতে প্রতিষ্ঠানের ট্রান্সপোর্ট ম্যানেজার ওয়াজেদ আলী, ট্রাকের ইঞ্জিন মিস্ত্রি আসলাম আলী, ট্রাক ড্রাইভার জাহাঙ্গীর আলম এবং মাইক্রো ড্রাইভার নবাব আলীগণ কে রায়গঞ্জ থানায় প্রেরন করা হয়। গত ২২ নভেম্বর বিকাল ০৫.২০ মিনিটের সময় রায়গঞ্জ থানায় গিয়ে ক্রয়কৃত ১৩৯৫০ কেজি (৭৫ ড্রাম) পাম ওয়েল তেল সহ ট্রাকটি থানায় আটক অবস্থায় দেখতে পান। যাহার ট্রাক নং ঢাকা মেট্রো-ট-১৮-৮৮২৮। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে ট্রাকসহ ক্রয়কৃত ১৩৯৫০ কেজি (৭৫ ড্রাম) পাম ওয়েল তেল নিজ জিম্মায় নেওয়ার জন্য অনুরোধ করে। তেলের ট্রাকটি রায়গঞ্জ থানার মামলা নং ৯, তাং- ১৮/১১/২০২৫, জি.আর ১৪৬/২০২৫ (রায়) মামলা করা হয়। উক্ত জিপিএস ট্র্যাকারে রেকর্ড আছে। উল্লেখ যে ২১ নভেম্বর রাত সাড়ে দশ ঘটিকায় যমুনা সেতু পূর্ব টোল প্লাজা স্কেল পার হওয়ার ভিডিও ফুটেজে ড্রাম ভর্তি ট্রাকটির দৃশ্যমান ভিডিও চিত্র এবং ছবি সংরক্ষিত রয়েছে। ক্রয়কৃত ১৩৯৫০ কেজি (৭৫ ড্রাম) পাম ওয়েল তেল সহ ট্রাকটি রায়গঞ্জ থানায় অবস্থান করছে মর্মে রেকর্ড আছে। গত (২১ নভেম্বর) ১৩৯৫০ কেজি (৭৫ ড্রাম) পাম ওয়েল তেল নিজেস্ব পরিবহন ট্রাকে করে আদর্শ ব্রাসাদ ভান্ডারে নিয়ে আসার সময় তেলসহ ট্রাক রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব কে.এম. মাসুদ রানা এবং এসআই ফিরোজ সহ সহযোগীগন অবৈধভাবে আটক করে। আদর্শ ব্রাদার্স ভান্ডার চাঁপাইনবাবগঞ্জ জেলায় কর্মসংস্থান সহ জেলার উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রয়েছে। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব কে.এম. মাসুদ রানা এবং এসআই ফিরোজ সহ সহযোগীগন অবৈধভাবে ট্রাক এবং ১৩৯৫০ কেজি (৭৫ ড্রাম) পাম ওয়েল তেল আটক করে আত্মসাত করায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বাণিজ্য উপদেষ্টার নিকট দাবী জানাচ্ছি।
এ সব বিষয় গুলো আপনাদের নিকট তুলে ধরলাম। আপনারা আপনাদের লেখনির মাধ্যমে ন্যায় বিচারের সহযোগীতার হাত প্রসারিত করার মাধ্যমে দোষী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ সহ আদর্শ ব্রাদার্স ভান্ডারের ট্রাকসহ ক্রয়কৃত ১৩৯৫০ কেজি (৭৫ ড্রাম) পাম ওয়েল তেল ফেরত পায় তার জন্য প্রশাসনের সার্বিক সহযোগীতা কামনা করছি।