জাতির সংবাদ ডটকম।।
‘যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ’ এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন জাতীয় পত্রিকা ও চ্যানেলের মাল্টিমিডিয়া সাংবাদিকদের নিয়ে আত্মপ্রকাশ করল “মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরাম” নামে একটি মাল্টিমিডিয়া সংগঠন। উক্ত সংগঠনে চ্যানেল এসের হেড অফ নিউজ মহমুদ হোসেন, দৈনিক জনবাণী’র মাল্টিমিডিয়া ইনচার্জ হাফিজুর রহমান ও মিডিয়া ব্যাক্তিত্ব মনসুর মিয়াজিকে উপদেষ্টা করে ভোরের কাগজের মারুফ সরকারকে সভাপতি এবং এস আর কে চ্যানেলের ফয়েজুল্লাহ্ ফয়সালকে সাধারণ সম্পাদক করে মোট ২১ সদস্যর একটি আংশিক কমিটি আগামী ৬ মাসের জন্য সকল সদস্যর মতামতের ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়েছে।
উক্ত অনুমোদিত কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি ইত্তেফাকের জাকির হোসেন,বাংলাদেশ প্রতিদিনের মেহেদী হাসান ও জবাবদিহির মাহবুবুর রহমান জিসান যুগ্ম সাধারণ সম্পাদক জি টিভির আরাফাত হোসেন ও সকালের সময়ের আবিদ রহমান, সাংগঠনিক সম্পাদক ভোরের পাতার তৌফিক ইসলাম তুহাদ ও ঢাকা টাইমসের জহিরুল ইসলাম রাতুল,প্রচার সম্পাদক নয়া-দিগন্তের রুহুল আমিন, দপ্তর সম্পাদক সম্পাদক ডেসটিনির মাহবুবুর রহমান জিসান ও উপ দপ্তর সম্পাদক দেশের পাতার মুজাহিদুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দেশ দশের মামুন হোসাইন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দৈনিক শিক্ষার রাকিব চৌধূরী, ক্রীড়া সম্পাদক ডেসটিনির সুলায়মান সুমন, ধর্ম বিষয়ক সম্পাদক ঢাকা এফ এমের মোঃ সাইমুম আনাম সাজিদ, সাংস্কৃতিক সম্পাদক স্বদেশ বাংলার গাজী মহিউদ্দিন ও সদস্য মোঃ ইসরাফিল শিকদার।
মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের নব নির্বাচিত সদস্যরা বলেন, মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরাম হবে এক ও অভিন্ন একটি সাংবাদিক সংগঠন।এই সংগঠনের ব্যানারে আমরা আমাদের সাংবাদিক ভাইদের যেকোনো ন্যায্য দাবীর পক্ষে নিরলসভাবে কাজ করে যাবো।
মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের প্রতিষ্ঠাতা ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক ফয়েজুল্লাহ্ ফয়সাল বলেন, ২৪’র গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা পেয়েছি নতুন একটি বিপ্লবী বাংলাদেশ।এই নতুন বিপ্লবী বাংলাদেশ অর্জনে সহায়ক ভুমিকা পালনকারী সকলের যে লক্ষ্য ও উদ্দেশ্য ছিল সেই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে এবং মাল্টিমিডিয়া সাংবাদিকদের অধিকার আদায়ের স্বার্থে আমরা আমাদের সকল সদস্যকে সাথে নিয়ে কাধে কাধ মিলিয়ে নিরলসভাবে কাজ করে যাবো।ইনশাআল্লাহ।
মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের নব নির্বাচিত সভাপতি মারুফ সরকার বলেন, আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের দাবীতে সকল সাংবাদিকদের সাথে নিয়ে কাজ করে যাবো।দেশবাসীর নিকট দোয়া চেয়ে মারুফ বলেন,আমরা আমাদের চলার পথকে সুদূর প্রসারিত করতে দেশবাসীর নিকট দোয়া ও ভালোবাসা চাই।