মাসিক অক্ষর এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

 

জাতির সংবাদ ডটকম।।

মঙ্গলবার দুপুরে রাজধানীর পুস্মদাম রেস্টুরেন্টে মাসিক অক্ষর এর মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আয়োজিত মতবিনিময় সভায় উপদেষ্টা সিনিয়র সাংবাদিক খায়রুল বাশার, শাহাজাহান সম্রাট সহ মাসিক অক্ষর এর প্রধান সম্পাদক মোহাম্মদ সাাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী, ব্যাবস্হাপনা সম্পাদক মোহঃবেলাল উদ্দিন আহাম্মেদ সহ নবীন প্রবিণ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মাসিক অক্ষর এর সম্পাদক মন্ডলির সভাপতি বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা চ্যাটারএকাউন্টেট এ,এইচ,এম,আমিনুল হক এফসিএ বক্তব্য রাখেন।

 

আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা বলেন , ১৭৫৭ সালে আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ, সাম্রাজ্যবাদের কবলে এই অন্চলের মানুষের ভাগ্য নিয়ন্ত্রন করার চেষ্টা করে। যখনই এই গোলামীর জিঞ্জির ভেঙে পড়তে গেছে তখনই নতুন কৌশল অবলন্বন করে আবার পরাধীনতার শৃঙ্খল পড়ানোর চেষ্টা করে। এই চক্রান্ত প্রতিহত করতে গিয়ে স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাৎ বরণ করেন। এই মহান ব্যাক্তির পরিবারের উপর স্ট্রীম রোলার চালানো হয়। দেশপ্রেমিকদের হত্যা আর মিথ্যামামলা জুলুম ও নির্যাতন করা হয়। এই সব কারণ নির্ণয় করে জাতিকে সঠিক তথ্য প্রদান করতে সঠিক উপস্হাপন করলেই অক্ষর নামের সঠিক মুল্য হবে।

 

আলোচনায় সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত হয়। আপাতত নিয়মিত লেখা দেশের চলমান রাজনীতি,আন্তর্জাতিক রাজনীতি,দেশের বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্হা,সামাজিক ও সাংস্কৃতিক বিসয়ক,শিক্ষা ব্যবস্হা, স্বাস্থ্য ব্যবস্হা উপর লেখার গুরুত্ব দিতে হবে। পর্যাক্রমে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার কৌশলের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।