
মিরসরাই প্রতিনিধিঃ
মিরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়ন শাখা জামায়াতের উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৪টার সমাবেশ ৩টায় সমাবেশ স্থল লোকে লোকারণ্য হয়ে প্যান্ডেল ভরে যায়।
শুক্রবার (৮ নভেম্বর) বিকাল ৩টায় কাটাছড়া ইউনিয়নের আবদুস চত্তর ভুঁইয়া হাটের ঈদগা মাঠে অনুষ্ঠিত সুধী সমাবেশ
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্রগ্রাম উত্তরজেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিকী চৌধুরী।
কাটাছড়া ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ নুর হোসেন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আরিফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
জোরারগঞ্জ থানার আমীর নুরুল হুদা হামিদী, সাবেক উপজেলা জামায়াতের আমির নুরুল করিম, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, শুরা কর্ম পরিষদ সদস্য মোঃ আবদুল গফুর, এডভোকেট ফজলুল বারি, জোরারগঞ্জ থানার শ্রমিক কল্যান ফেডারেশন সাধারণ সম্পাদক মোঃ রেদোয়ান প্রমুখ।