
মিরসরাই প্রতিনিধি।।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১৫ জুলাই) বিকেলে উপজেলার ধুম ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে গোলকেরহাট বাজারে এই কর্মসূচি পালন করা হয়। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যানের নির্দেশে সমাবেশে ধুম ইউনিয়ন কৃষকদলের নবগঠিত কমিটির সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মেজবাউল হক মানিক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা কৃষক দলের সদস্য সচিব আবু দাউদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাম্মেল হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক আইনুল কবির আলো, নুরুল আবছার, মাইনুল হোসেন, ধুম ইউনিয়ন যুবদলের আহবায়ক ইকবাল হোসেন হকসাব সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ।